কেমন হবে চট্টগ্রামের উইকেট?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরপুরের কালো উইকেটে যেন ব্যাটারদের কালো জাদু করেছিলেন বোলাররা। স্পিন বিষে কাবু হয়েছেন দুই দলের ব্যাটাররাই। এবার ফরম্যাট বদলে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
ফরম্যাটের সঙ্গে বদলেছে মাঠও। টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। যার প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায়। তার আগে প্রশ্ন উঠছে, কেমন হবে চট্টগ্রামের উইকেট?
আরও পড়ুন : টেস্টে অধিনায়কত্ব করা একজন খেলোয়াড়ের অনেক বড় পাওয়া : লিটন
এতিহ্যগতভাবেই চট্টগ্রামের উইকেট ব্যাটারদের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এখানে খেলা ম্যাচগুলোতে সাধারণত বড় স্কোর দেখা যায়। উইকেটের রংয়েও পরিবর্তন থাকে এখানে। যেমনটা এবারও দেখা গেছে। তবে শেষের দিকে উইকেট শুষ্ক হওয়ায় স্পিনাররাও কিছুটা সহায়তা পান।
এই সিরিজের জন্য সেন্টার উইকেটে দুটি পিচ প্রস্তুত করতে দেখা গেছে। উইকেট দুটির রং বাদামি-ধূসর। এর মধ্যে একটিতে বেশ বড় ঘাস রাখা হয়েছে, অন্যটিতে ছোট। ম্যাচের দিন সকালেও ঘাস আরেক দফায় কাটা হতে পারে। মূলত এই উইকেট দুটি টেস্টের জন্য ব্যবহার করা হয়।
আরও পড়ুন : আমি চাই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন
এর আগে দেখা গেছে, এই মাঠে টি-টোয়েন্টি ম্যাচে সাধারণত উইকেটে ৪ থেকে ৬ মিলিমিটার ঘাস রাখা হয়। ঘাস বড় হওয়ায় পেসাররা এখানে বাড়তি সুবিধা পান। ফলে এই সিরিজেও সেটি দেখা যেতে পারে।
সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এদিকে, চট্টগ্রামে গত দুইদিন সন্ধ্যার পর শিশির পগতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে শিশিরের পরিমাণও বাড়ে। ফলে ম্যাচে শিশিরের প্রভাব বেশ বড় করে দেখা দিতে পারে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে টস।
আজ রোববার (২৬ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক লিটন দাস। স্পষ্ট করে তিনিও বলতে পারলেন না উইকেট নিয়ে। তবে যেকোনো উইকেট খেলার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন লিটন দাস
লিটন বলেন, ‘মিরপুরের (উইকেটের) বিষয়টা আমি বলতে পারব না, কিন্তু চট্টগ্রামে আমরা আশা করতে পারি যে ভালো উইকেট এবারও হবে। তবে উইকেটের সার্ফেস কী আচরণ করবে, সার্ফেসের উপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ভালো উইকেটে হলে আমরা চেষ্টা করব রান করার। আর যদি উইকেট কঠিন হয়, তাহলে আমরা লড়াই করার চেষ্টা করব।’

স্পোর্টস ডেস্ক