টেস্টে অধিনায়কত্ব করা একজন খেলোয়াড়ের অনেক বড় পাওয়া : লিটন
লিটন দাসের অধিনায়কত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল রয়েছে দারুণ ছন্দে। ব্যাটে-বলে সম্প্রতি ভালো করছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন লিটন দাস। সেখানে তিনি জানালেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বটা করা যেকোনো খেলোয়াড়ের জন্য অনেক বড় পাওয়া।
আরও পড়ুন : বিশ্বকাপের সেমিতে কে কার মুখোমুখি হচ্ছে?
লাল বলের ক্রিকেটে বাংলাদেশের কোনো অধিনায়ক নেই এখন। চলতি বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজে হেরেছে বাংলাদেশ। এই সফরেই ওয়ানডে সংস্করণের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজকে দায়িত্ব দেওয়া হয়। এরপর সিরিজ শেষে অনেকটা অভিমান নিয়েই টেস্টের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শান্ত।
নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ। বর্তমানে এই সংস্করণে অধিনায়ক নেই টাইগারদের। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের আগেই তাই অধিনায়ক কে হচ্ছেন সেটি চূড়ান্ত করতে হবে।
আরও পড়ুন : ভারতে চার রাত ধরে ঘুমাতে পারছেন না ক্রিকেটাররা
টেস্ট অধিনায়কত্ব নিয়ে লিটনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয় নিয়ে আমি কিছু জানি না। যদি যোগ্য মনে করে, অবশ্যই তারা আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।’
আরও পড়ুন : পিসিবির সিদ্ধান্তে আশাবাদী হতে পারে বাংলাদেশ
একজন খেলোয়াড়ের কাছে টেস্টে অধিনায়কত্ব করাটা অনেক বড় পাওয়া বলে মনে করেন লিটন। দলের যাকেই এই দায়িত্ব দেওয়া হবে তিনি না করবেন না বলে মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার। এই বিষয়ে লিটন বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আপনি যখন খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করা আপনার কাছে অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ ‘না’ করবে। কিন্তু তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।’

স্পোর্টস ডেস্ক