শান্তর ব্যাটে চড়ে সহজ জয় রাজশাহীর
রান তাড়ায় শেষ ওভার পর্যন্ত খেলেছে রাজশাহী ওয়ারিয়র্স—স্কোরবোর্ড বলবে সেই কথা। তবে ১৯১ রানের পিছু ছুটে রাজশাহী হারিয়েছে মাত্র দুই উইকেট। নাজমুল হোসেন শান্তর প্রথমে ধীর, পরে দুরন্ত ব্যাটিংয়ে বিপিএলের দ্বাদশ আসর জয় দিয়ে শুরু করেছে রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান করে সিলেট। জবাবে ১৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে রাজশাহী।
বড় লক্ষ্য তাড়ায় দ্রুত উইকেট হারায় রাজশাহী। দলীয় ১৯ রানে ওপেনার তানজিদ হাসান তামিম বিদায় নেন। ৮ বলে ১০ রান করে খালেদ আহমেদের বলে হযরতউল্লাহ জাজাইয়ের হাতে ধরা পড়েন। ৬২ রানে আউট হন সাহিবজাদা ফারহান। ১৯ বলে ২০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে খালেদের হাতে ক্যাচ তোলেন ফারহান।
এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি রাজশাহীকে। মুশফিকুর রহিমকে নিয়ে তৃতীয় উইকেটে থিতু হন অধিনায়ক শান্ত। দুজনে গড়েন অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটি। ৬০ বলে ১০টি চার ও পাঁচটি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন শান্ত। তার সেঞ্চুরির পাশাপাশি মুশফিক তুলে নেন ফিফটি। ৩১ বলে চারটি চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন ৫১ রানে।
সিলেটের পক্ষে একটি করে উইকেট নেন খালেদ ও মিরাজ।
ব্যাটিংয়ে সিলেচটকে উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন রনি তালুকদার ও সাইম আইয়ুব। ৪.১ ওভারে আসে ৩৬ রান। ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ করে থামেন আইয়ুব। বিনুরা ফার্নান্দোর বলে ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। অপর ওপেনার রনি তালুকদারকে বোল্ড করে সন্দ্বীপ লামিচানে। ৩৪ বলে চারটি চারে ৪১ রান আসে রনির ব্যাট থেকে।
ওয়ানডাউনে নামা হযরতউল্লাহ জাজাই ১৮ বলে ২০ করে শিকার হন লামিচানের। চতুর্থ উইকেটে ক্রিজে আসেন পারভেজ হোসেন ইমন। পাদপ্রদীপের সবটুকু আলো নিজের দিকে টেনে নেন তিনি। রাজশাহীর বোলারদের শাসিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছোটান। ৩৩ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন ইমন।
ইমনের সঙ্গে জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব। চতুর্থ উইকেটে আসে ৮৬ রান। ইনিংসের এক বল বাকি থাকতে রান আউট হন আফিফ। এর আহগে ঝড় তোলেন মাঠে। ১৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৩ রান করেন আফিফ। ইনিংসের শেষ বলে লেগবিফোরের ফাঁদে পড়েন ইথান ব্রুকস, তাকে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব।
রাজশাহীর পক্ষে লামিচানে দুটি এবং ফার্নান্দো ও সাকিব নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট টাইটান্স : ২০ ওভারে ১৯০/৫ (সাইম ২৮, রনি ৪১, জাজাই ২০, আফিফ ৩৩, ইথান ০, ইমন ৬৫*; মেহরব ৪-০-৩৪-০, বিনুরা ৪-০-৩১-১, সাকলাইন ৩-০-৩৩-০, লামিচানে ৪-০-৩৮-২, নাওয়াজ ১-০-৯-০, সাকিব ৪-০-৪৩-১)
রাজশাহী ওয়ারিয়র্স : ১৯.৪ ওভারে ১৯২/২ (ফারহান ২০, তামিম ১০, শান্ত ১০১*, মুশফিক ৫১*; আমির ৪-০-৩০-০, নাসুম ৪-০-৩৩-০, খালেদ ৩-০-৩০-১, সাইম ১-০-১২-০, রুয়েল মিয়া ৩.৪-০-৩১-০, মিরাজ ৩-০-৩৯-১, ইথান ১-০-১৫-০)

স্পোর্টস ডেস্ক