রিশাদের আলো ছড়ানো বোলিংয়ে হোবার্টের জয়
বিগ ব্যাশে আলো ছড়াচ্ছেন রিশাদ হোসেন। বাংলাদেশি এই লেগ স্পিনারকে প্রতিটি ম্যাচেই একাদশে রেখেছে হোবার্ট হারিকেন্স। তিনিও প্রতিদান দিয়ে চলেছেন। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) করলেন বিগ ব্যাশে নিজের সেরা বোলিং। ৪ ওভারে ৩৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তার দলও পেয়েছে জয়ের দেখা। পার্থ স্কর্চার্সকে ৪ উইকেটে হারিয়েছে হোবার্ট।
এই জয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে হোবার্ট। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে রিশাদের শিকার ৬ উইকেট।
পার্থ স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় হোবার্ট। রিশাদের স্পিন ঘূর্ণিতে কাত হয়ে ২০ ওভারে পার্থ থামে ৮ উইকেটে ১৫০ রানে। রান তাড়ায় ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে হোবার্ট। ম্যাচে ব্যাটে হাতে মাঠে নামার সুযোগ পাননি রিশাদ।
বল হাতে রিশাদ ফিরিয়েছে পার্থের লরি ইভান্সকে। ১৬তম ওভারে ষষ্ঠ ব্যাটার হিসেবে ইভান্স যখন সাজঘরে ফেরেন, পার্থের স্কোরবোর্ডে তখন ১৩১ রান। ১৮ বলে ২৭ রান করে বিপজ্জনক হয়ে ওঠা ইভান্স ক্রিজে থাকলে আরও বড় সংগ্রহ দাঁড় করাতে পারত পার্থ। রিশাদ তাতে লাগাম টেনে ধরেন। হোবার্টও পায় ব্রেক থ্রু।
শুরুতে টপ অর্ডারের দুই ব্যাটার কুপার কনোলি ও অ্যারন হার্ডিকে বিদায় করে পার্থ শিবিরে ধাক্কা দেন রিশাদ। যে ধাক্কা গোটা ম্যাচে আর সামলে উঠতে পারেনি দলটি।

স্পোর্টস ডেস্ক