অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের

বাংলাদেশি বোলারদের নিয়ে নিয়মিত ইতিবাচক আলোচনা হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পায়নি সাফল্য। ব্যাটিংয়ের পর বোলারদের নির্বিষ বোলিংয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হার মেনেছে বাংলার নারীরা।
বিশাখাপত্তনমে টস জিতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৯৮ রান। জবাবে ২৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০২ রান করে অস্ট্রেলিয়া।
দুই অসি ওপেনোর শুরু থেকেই যে আগ্রাসন দেখান, তা বজায় রাখেন শেষ পর্যন্ত। অধিনায়ক এলিসা হিলি তুলে নেন সেঞ্চুরি। ৭৭ বলে ২০ চারে অপরাজিত থাকেন ১১৩ রানে। অপর ওপেনার পোহেবে লিচফিল্ডের ব্যাট থেকে আসে অপরাজিত ৮৪ রান। ৭২ বলের ইনিংসটি তিনি সাজান ১২টি চার ও একটি ছক্কায়।
ব্যাটিংয়ে বাংলাদেশকে মোটামুটি ভালো একটা সূচনা এনে দেন দুই ওপেনার রাবেয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ২৪ বলে ৮ রান করে নবম ওভারে বিদায় নেন ফারজানা। ঝিলিক একপ্রান্তে অবিচল থাকেন। সাজঘরে ফেরার আগে ৮টি চারে তার ব্যাট থেকে আসে ৫৯ বলে ৪৪ রান।
ছন্দে থাকা শারমিন আক্তার সুপ্তা এদিন ব্যর্থ হয়েছেন। ৩৩ বলে ১৯ রান করে বিলিয়ে আসেন উইকেট। হাসেনি জ্যোতির ব্যাটও। মাত্র ১২ রান করেন তিনি। বিনিময়ে খেলেন ৩৫ বল। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে আসা-যাওয়ার মিছিল শুরু হয় বাংলাদেশ শিবিরে। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার গুটিয়ে যায় দ্রুত।
শেষ পাঁচ ব্যাটার আউট হন এক অঙ্কের রানে। মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে পাঁচজন মিলে তোলেন মোটে ২০ রান। তাদের নিয়েই এক দিকে লড়াই চালিয়ে যান সোবহানা মুস্তারি। তুলে নেন ফিফটি। ৯টি চারে ৮০ বলে ৬৬ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন মুস্তারি। ৪ বলে ১ রানে অপরাজিত থাকেন ফারিহা তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পান অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারেহাম, আলানা কিং ও অ্যানাবেল সাদারল্যান্ড। এক উইকেট পান মেগান স্কাট।