আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে দাপট দেখিয়েই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর জয় না পেলেও বড় দলগুলোর বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছিল তারা। এবার এশিয়ার আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও ঘুড়ে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেমির লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই এবার মাঠে নামছে নিগার-নাহিদারা।
আজ সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডি. ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সনি-১।
পাকিস্তানের বিপক্ষে জয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ, তবে এরপর টানা চার ম্যাচে হার দলকে চাপের মুখে ফেলেছে। যদিও ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেছে সমানে সমানে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিং ও সহজ ক্যাচ ফেলে দেওয়ার খেসারত দিতে হয় নিগারদের।
তবুও এখনো শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে সেই স্বপ্ন টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় একান্তই জরুরি। বিষয়টি যতটা গুরুত্বপূর্ণ, ততটাই চ্যালেঞ্জিং। কারণ, এখনো ওয়ানডে ফরম্যাটে লঙ্কান নারীদের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। দুই দল মুখোমুখি হয়েছে চার ম্যাচে। এর মধ্যে দুটিতে জিতেছে শ্রীলঙ্কা, বাকি দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।
তবে চলমান বিশ্বকাপে পয়েন্ট টেবিলে বাংলাদেশই কিছুটা এগিয়ে। ৫ ম্যাচ খেলে এক জয় আর ৪ হারে ২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় সাত নম্বরে আছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের বোলিং বিভাগ বরাবরই শক্তিশালী, বিশেষ করে স্পিন আক্রমণ। নাহিদা আক্তার, ফাহিমা খাতুনরা প্রতিপক্ষের ব্যাটারদের নিয়মিত চাপে রেখেছেন। ইনসুইংয়ে চমকে দিতে পারেন ফিট হয়ে ফেরা পেসার মারুফা আক্তারও। তবে দলের দুর্বলতা ব্যাটিংয়ে। এক-দুজন ছাড়া কেউই ধারাবাহিকভাবে রান করতে পারছেন না।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্পিনার ফাহিমা খাতুন বলেন, শেষ কয়েকটি ম্যাচ আমরা হারলেও ইতিবাচক দিক হলো কয়েকজন ব্যাটার অনেক ভালো করছেন। এর সঙ্গে যদি আরও ১-২ জন ব্যাটার যোগ দিতে পারেন, তাহলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।’
টপ অর্ডারে শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি ও রুবাইয়া হায়দার ঝিলিকের পাশাপাশি মিডল অর্ডারে সুবহানা মুস্তারিকেও দায়িত্ব নিতে হবে। আজ পূর্ণ শক্তির বোলিং লাইনআপ থাকলেও ব্যাটারদের সম্মিলিত প্রয়াসই নির্ধারণ করবে, বাংলাদেশ বিশ্বকাপে আরও একধাপ এগোতে পারবে কিনা।