শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই নিগার-নাহিদাদের সামনে। এমন সমীকরণের ম্যাচে টসে হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ।
আজ সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডি. ওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু । খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
পরিসংখ্যান অনুযায়ী ওয়ানডে ফরম্যাটে লঙ্কান নারীদের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। দুই দল মুখোমুখি হয়েছে চার ম্যাচে। এর মধ্যে দুটিতে জিতেছে শ্রীলঙ্কা, বাকি দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।
টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে লঙ্কানদের ওপরে আছে বাংলাদেশ। ৫ ম্যাচ খেলে এক জয় আর ৪ হারে ২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় সাত নম্বরে আছে শ্রীলঙ্কা। এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখা।
টসে জিতে লঙ্কান অধিনায়ক আতাপাত্তু বলেন, ‘আমরা আগে ব্যাট করব, পিচটা ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। ৩-৪ ম্যাচ পর অবশেষে রোদ দেখে ভালো লাগছে, আশা করি আজ আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। আমাদের পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের দলে একটি পরিবর্তন আছে।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘শ্রীলঙ্কাকে কম রানে আটকাতে হলে বোলিং কেমন করছি সেটা দেখাটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বোলাররা ধারাবাহিক, বহুমুখী ও কার্যকর। আমাদের দলে বিভিন্ন ধরনের স্পিনার রয়েছে। মারুফা ও নাহিদারা দলে ফিরেছে।’