রিওতে ছিনতাইয়ের শিকার স্বর্ণজয়ী সাঁতারু!
ব্রাজিলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছিল অলিম্পিক শুরুর আগে থেকেই। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রিও ডি জেনিরোতে ৮০ হাজারেরও বেশি পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করেছিল ব্রাজিল সরকার। তবে এত কিছুর পরেও ঘটে চলেছে একের পর এক বিব্রতকর ঘটনা। রিওর রাস্তায় পর্যটকরা হরহামেশাই হচ্ছেন ছিনতাইয়ের শিকার। বাদ যাচ্ছেন না স্বর্ণজয়ী খেলোয়াড়রাও। সম্প্রতি ছিনতাইকারীদের অস্ত্রের মুখে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের স্বর্ণজয়ী সাঁতারু রায়ান লক্টি।
রিও অলিম্পিকে ৪X২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছেন লক্টি। গতকাল রোববার তিনি ও যুক্তরাষ্ট্র সাঁতার দলের আরও তিন সদস্য গিয়েছিলেন ফরাসি অলিম্পিক দলের একটি অনুষ্ঠানে। সেখান থেকে অলিম্পিক ভিলেজে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের চার সাঁতারু।
শুরুতে এমন অপ্রত্যাশিত ঘটনার কথা অস্বীকার করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তবে পরবর্তীতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি। সশস্ত্র পুলিশের পরিচয়ে লক্টিদের গাড়ি থামিয়ে ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। লক্টি নিজেও টুইটারে জানিয়েছেন ছিনতাইকারীদের কবলে পড়ার ঘটনাটি।
রিও অলিম্পিকে এমন ঘটনা এটাই প্রথম না। গত ৫ আগস্ট ইপানেমা সমুদ্রসৈকতে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই রোয়িং কোচ। একদিন পর একই জায়গায় ছিনতাইকারীদের মুখে পড়েছিলেন পর্তুগালের শিক্ষামন্ত্রী। গত ১১ আগস্ট দুই ছিনতাইকারীর ছবিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন রাশিয়ার এক সাঁতারু। পরে অবশ্য সেটা সরিয়ে নিয়েছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক