মালয়েশিয়ায় ‘প্রবাসী বাংলাদেশি সমাজকল্যাণ ফাউন্ডেশনে’র যাত্রা
অসহায় প্রবাসীদের কল্যাণে মালয়েশিয়ায় যাত্রা শুরু করল ‘প্রবাসী বাংলাদেশি সমাজকল্যাণ ফাউন্ডেশন’। স্থানীয় সময় রোববার বিকেলে রাজধানীর কুয়ালালামপুরে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক মোশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার সুমন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন আবদুল আহাদ, নুরুল আমিন, শাহজালাল মজুমদার, নাহিদ হাসান প্রমুখ।
পরে ইঞ্জিনিয়ার সুমন আহমদকে সভাপতি, শাহজালাল মজুমদারকে সাধারণ সম্পাদক ও সাবিনা ইয়াসমিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সবার সহযোগিতায় সাধারণ প্রবাসীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন বক্তারা।
বক্তারা বলেন, সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। মানবতার কল্যাণে অসহায় মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের জন্য কিছু করাই এই সংগঠনের উদ্দেশ্য। এতে দল-মত নির্বিশেষে সবাই কাজ করতে পারবেন।
এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি মুহাম্মদ আবদুল আহাদ, মুহাম্মদ নুরুল আমিন, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব উদ্দিন, খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক রয়েল আহমদ, সহপ্রচার সম্পাদক মিতু হাসান, মহসিন হোসেন, দপ্তর সম্পাদক সানজিদা আরা সোমা, সহদপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, জেফ মার্ক অর্ণব, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নুরুল বাশার সানি, ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজন আহমদ, শিক্ষাবিষয়ক সম্পাদক বি এম ফারুক রেজা প্রমুখ।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া