ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১
আরব আমিরাত থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাফি (১৪) নামে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও সাতজন সদস্য গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরান চৌধুরী বাড়ির প্রবাসী আইয়ুবের কনিষ্ঠ মেয়ে। নিহতের চাচা লন্ডন প্রবাসী মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার মেজ ভাই আইয়ুব নিজেই গাড়ি চালিয়ে আবুধাবি থেকে সপরিবারে মক্কায় যাচ্ছিলেন। রিয়াদের প্রবেশমুখে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাফি গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
দুর্ঘটনার সময় গাড়িতে পরিবারের মোট সাতজন সদস্য ছিলেন। তাদের মধ্যে আইয়ুব ও তার এক সন্তান অলৌকিকভাবে অক্ষত থাকলেও বাকি পাঁচজন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে রিয়াদের মোজামিয়া মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন।
প্রবাসী আইয়ুব দীর্ঘদিন ধরে সপরিবারে আরব আমিরাতের আবুধাবিতে বসবাস করে আসছেন। সেখান থেকেই পবিত্র ওমরাহ পালনের জন্য তারা সৌদি আরবে যাচ্ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ফটিকছড়িতে নিহতের গ্রামের বাড়িতে এবং প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্থানীয়ভাবে দাফন বা দেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কামাল পারভেজ অভি, মক্কা