সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নুরুল আলম নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত নুরুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আকবর পাড়া।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশটির মাহাইল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। নুরুল আলমের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা নুরুল আলমের মৃত্যুর খবরে মাহাইলে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি ও দেশে থাকা পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

কামাল পারভেজ অভি, মক্কা