মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ
৩য় বারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘২০তম মালয়েশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস ২০২৫’-এ অংশগ্রহণ করছে। মেলার আয়োজন হয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে, যা ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলে।
এ মেলায় ওয়েলনেস অ্যান্ড বিউটি কেয়ার, স্মার্ট যন্ত্রপাতি ও পণ্য, খাদ্য ও পানীয়, চা সংস্কৃতি, ফ্যাশন পোশাক, ফ্যাব্রিক ও চামড়াজাত পণ্য, গৃহস্থালির সাজসজ্জার সামগ্রী, উপহার ও ভোগ্যপণ্যসহ মোট ৬টি ক্লাস্টারে চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মেলার দ্বিতীয় দিন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী মেলায় অংশ নেওয়া বাংলাদেশের দুটি স্টলসহ অন্যান্য স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশের বিভিন্ন রফতানি পণ্য সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট ও ই এস ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং তিক, প্রতিষ্ঠানটির অন্যান্য প্রতিনিধি, ইনভেস্ট সেলাঙ্গরের ম্যানেজার অং চিং চিং, অংশগ্রহণকারী দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং হাইকমিশনের কর্মকর্তারা।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের উদ্যোগ ও তত্ত্বাবধানে মেলায় অংশগ্রহণ করেছে দুটি প্রতিষ্ঠান- খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রসিদ্ধ প্রতিষ্ঠান ‘প্রাণ’ ও পাটজাত পণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ‘জুটেক্স’।
বাংলাদেশের বুথে প্রদর্শন করা হয়েছে পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ওষুধ, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয় সামগ্রীসহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া