বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদ প্রচারে কাজ করে যাচ্ছি
এনটিভির অগণিত দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, কেবল অপারেটরসহ সবাইকে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালোবাসা ও অভিনন্দন জানাই। প্রথমেই আমি জুলাই বিপ্লবে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
২০০৩ সালে প্রতিষ্ঠা লগ্নের পর থেকে আজ পর্যন্ত এনটিভির সকল অর্জন ও সফলতার পেছনে সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত, রহমত ও দর্শক-শ্রোতার ভালোবাসা। এই দুটি জিনিসকে পুঁজি করেই আমরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদ প্রচার এবং সাবলীল ও শিক্ষামূলক অনুষ্ঠানমালা নিয়ে প্রতিটি মুহূর্তে কাজ করে যাচ্ছি।
বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনকালসহ সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের প্রায় দুই বছর, মোট ১৭টি বছর সরকারের বিভিন্ন মহলের প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহর রহমতে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশবাসীর মতো এনটিভিও প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে মুক্তি পায়।
এর পরপরই আমরা পূর্ণোদ্যমে চ্যানেলের সামগ্রিক আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজে হাত দেই। আমাদের আইটি, ব্রডকাস্টসহ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের রাত-দিন অনবরত পরিশ্রমের ফলে চলতি বছরের একুশে ফেব্রুয়ারি আমরা টেলিভিশন সম্প্রচারের সর্বোচ্চ মাধ্যম এইচডিতে সম্পূর্ণরূপে সংযোগ স্থাপন করি।
এনটিভি শুরু থেকে আজ পর্যন্ত দেশবাসী ও দর্শক-শ্রোতার সকল প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা দূরীকরণে সর্বক্ষেত্রে সর্বাঙ্গীণভাবে কাজ করে চলেছে। এই ধারা আমরা যেন সব সময় অব্যাহত রাখতে পারি তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং দেশবাসীর কাছে দোয়া চাই।

আশফাক উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, এনটিভি