নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি, সেই ‘অমীমাংসিত’ আসছে কাল
রায়হান রাফীর ওয়েব প্রযোজনা ‘অমীমাংসিত’। শুটিংসহ সব কাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন নানা জটিলতায় আটকে ছিল এই কনটেন্ট। অবশেষে খুলতে যাচ্ছে সেই জট। বহু অপেক্ষা ও অনিশ্চয়তার পর আগামীকাল, ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অমীমাংসিত’।
এর আগে একটি পোস্টার প্রকাশ করে সংশ্লিষ্ট অভিনয়শিল্পীরা জানান, ‘চেহারার আড়ালে লুকানো রহস্য এখনো প্রকাশের অপেক্ষায়।’ একই সঙ্গে ঘোষণা আসে, আইস্ক্রিন অরিজিনাল ‘অমীমাংসিত’ আসছে ১৫ ডিসেম্বর। তবে নির্ধারিত দিনে মুক্তি নিয়ে তখনও সংশয় ছিল। সব জল্পনা কাটিয়ে আইস্ক্রিন নিশ্চিত করেছে, ১৫ ডিসেম্বরই এটি দর্শকের সামনে আসছে।
বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেশে বড় কোনো দুর্যোগ না ঘটলে কালই মুক্তি পাবে ‘অমীমাংসিত’। দর্শকদের অপেক্ষার অবসান হবে বলেই আশা করছি।’
প্রসঙ্গত, ‘অমীমাংসিত’ মুক্তির কথা ছিল ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। টিজার প্রকাশের পর সেন্সর বোর্ড জানায়, ওটিটি কনটেন্ট হলেও মুক্তির আগে ছাড়পত্র বাধ্যতামূলক। পরবর্তী দুই ধাপ পর্যালোচনায় গত বছরের এপ্রিলে বোর্ড কনটেন্টটিকে ‘প্রদর্শনযোগ্য নয়’ ঘোষণা করে। ফলে থমকে যায় মুক্তির প্রক্রিয়া।
তৎকালীন সেন্সর বোর্ড চারটি প্রধান কারণ উল্লেখ করেছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এতে নৃশংস হত্যার দৃশ্য রয়েছে, কাহিনি কাল্পনিক হলেও চিত্রনাট্য ও সংলাপ বাস্তব ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, সংশ্লিষ্ট ঘটনা উচ্চ আদালতে বিচারাধীন এবং কাহিনির সঙ্গে বিচারাধীন মামলার মিল থাকায় বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর ও তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ‘দ্য কোড ফর সেন্সরশিপ অব ফিল্মস ইন বাংলাদেশ, ১৯৮৫’-এর কয়েকটি ধারা লঙ্ঘনের কথাও উল্লেখ করা হয়। এসব কারণে বাংলাদেশ সেন্সরশিপ আইনের বিধি অনুযায়ী আবেদনপত্র অগ্রাহ্য করা হয়েছিল।
রহস্য ও থ্রিলার ঘরানার এই কনটেন্টে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরও কয়েকজন পরিচিত মুখকে। দীর্ঘ অপেক্ষার পর এবার দর্শকের সামনে আসছে ‘অমীমাংসিত’।

বিনোদন ডেস্ক