যাত্রীদের সঙ্গে পরিচয় পর্ব দিয়ে ‘বনলতা এক্সপ্রেস’র যাত্রা শুরু
আলো নিভে যেতেই অডিটোরিয়াম ডুবে যায় অন্ধকারে। মঞ্চ ঢাকা লাল কাপড়ে। কিছুক্ষণের নীরবতার পর স্পিকারে ভেসে আসে কথোপকথন, তার সঙ্গে যুক্ত হয় ট্রেন ছুটে চলার শব্দ। ধীরে ধীরে সরে যায় লাল পর্দা। দর্শকের সামনে প্রকাশ পায় ট্রেনের আদলে তৈরি একটি সেট। গল্পের চরিত্রের নাম ধরে ডাকা হয় শিল্পীদের। একে একে সেই ট্রেন থেকে নেমে আসেন অভিনয়শিল্পীরা।
এই ব্যতিক্রমী উপস্থাপনার মধ্য দিয়ে জানানো হয় তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর অভিনয়শিল্পীদের নাম। সিনেমাটির গল্পের ভেতরের যাত্রাকে মঞ্চে রূপ দিয়ে কাস্ট রিভিলের আয়োজন করা হয়।
‘বনলতা এক্সপ্রেস’-এর এই যাত্রায় যুক্ত হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ আরও বেশ কয়েকজন পরিচিত ও নতুন মুখ।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। মানবিক সম্পর্ক, অনুভব ও নীরব টানাপোড়েনকে কেন্দ্র করে এগোবে এর গল্প।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন, ‘হুমায়ূন আহমেদের গল্প মানেই মানুষের ভেতরের অনুভূতির কথা। বনলতা এক্সপ্রেস সেই অনুভূতিগুলোর ভিজ্যুয়াল রূপ। গল্পের সঙ্গে সঙ্গে দর্শকও যেন এক ধরনের যাত্রায় অংশ নেন—সেটাই চাওয়া।’
শনিবার সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘বনলতা এক্সপ্রেস’-এর কাস্ট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান, সিনেমাটির শিল্পী ও কলাকুশলী, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা। কাস্ট পরিচয়ের পাশাপাশি সিনেমাটির ভাবনা ও নির্মাণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আগামী বছর ঈদুল ফিতরে।

বিনোদন ডেস্ক