আরিফিন শুভর ঈদের সিনেমায় ক্যামিও দিচ্ছেন শাকিব খান?
জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে হুট করে একটি ছবি আপলোড করে ইন্ডাস্ট্রিতে চাপা গুঞ্জন তুলেছিলেন আরিফিন শুভ। পরে অবশ্য জানা যায়—এটি রায়হান রাফী পরিচালিত ‘নূর’–এর কাজের অংশই ছিল। কিন্তু এর পরদিনই আবার নতুন আলোচনায় আসেন এই নায়ক। এবার কারণ, ফেসবুকে ভাইরাল হওয়া তাঁর একটি অ্যাকশন দৃশ্যের স্থিরচিত্র।
বলা যাচ্ছে—ছবিটি তাঁর আসন্ন ঈদে মুক্তির পরিকল্পনায় থাকা একটি সিনেমার শুটিং লোকেশন থেকে ‘ফাঁস’ হয়েছে। ঢাকার বাইরে নাকি চলছে গোপন শুটিং। তবে সিনেমা–সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে এখনো মুখ খোলেননি।
এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন একটা গুঞ্জন ট্রেন্ড করছে—ঈদের সেই সিনেমায় নাকি বিশেষ উপস্থিতিতে থাকবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ৭ মিনিটের একটি অ্যাকশন দৃশ্যে দুই নায়ককে একসঙ্গে দেখা যাবে—এমন কথাও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।
এই গুঞ্জনে আরও তাপ যোগ করেছে আরেকটি দাবি—সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। যিনি শাকিব খানের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। এর আগে তাঁদের ‘সাহেব’ নামের একটি সিনেমার ঘোষনা আসে।
গুঞ্জনের সূত্র ধরে যোগাযোগ করা হলে পরিচালক সাইফ চন্দন গণমাধ্যমকে বলেন, ‘আমি এমন কোনো সিনেমার বিষয়ে আবগত নই। তবে কাজের পরিকল্পনা চলছে। যদি কিছু হয় অফিসিয়াল ভাবে জানাব।’

বিনোদন ডেস্ক