১০ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
প্রতিবারের মতো আবারও সাজছে ঢাকার সাংস্কৃতিক অঙ্গন। শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন।
এবারের প্রদর্শনী হবে আলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের অডিটরিয়ামে। পাশাপাশি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দেখানো হবে নির্বাচিত কাজগুলো।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে—এবার আটটি বিভাগে ৯১ দেশের ২৬৭টি কাজ নির্বাচিত হয়েছে। বিভাগগুলো হলো এশিয়ান প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, বিশ্বের গল্প, শিশু সেশন, নারী নির্মাতা বিভাগ, স্বল্পদৈর্ঘ্য ও স্বতন্ত্র নির্মাণ, আধ্যাত্মিক বিভাগ এবং ওপেন টি বায়োস্কোপ।
এ বছরও থাকছে ‘নারী নির্মাতা সম্মেলন’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় আগামী ১১ ও ১২ জানুয়ারি ঢাকাক্লাবে হবে এই আন্তর্জাতিক আয়োজন। অংশ নেবেন নানা দেশের নারী নির্মাতা, অভিনেত্রী ও পেশাজীবীরা।
১১ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। এবার থেকে এই ল্যাব সমগ্র এশিয়ার নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
গত দুইবারের মতো এবারও থাকছে চীনা কাজের বিশেষ প্রদর্শনী। মিলিটারি মিউজিয়ামের থ্রিডি আর্ট গ্যালারিতে আলাদা করে থাকবে চিত্রপ্রদর্শনী; কিউরেটর হিসেবে থাকবেন শিল্পী লুতফা মাহমুদ।
চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে মাস্টারক্লাস। মাজিদ মাজিদি, অঞ্জন দত্ত, শি চুয়ান, রাশেদ জামান—আগের আসরগুলোতে ছিলেন এই খ্যাতিমানরা। ২০২৬ সালের মাস্টারক্লাস হবে ১৭ জানুয়ারি; অংশগ্রহণকারীদের নাম শিগগিরই জানানো হবে।

বিনোদন ডেস্ক