মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বোশ
থাইল্যান্ডের ব্যাংককে শেষ হলো ‘মিস ইউনিভার্সের’ ৭৪তম আয়োজন। এ বছর মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ (২৬)। এটি মেক্সিকোর চতুর্থবারের মতো এ খেতাব জয়ের গৌরব।
আজ শুক্রবার (২১ নভেম্বর) (বাংলাদেশ সময় সকাল ৭টা) ব্যাংককের আইকনিক মঞ্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় গ্র্যান্ড ফাইনাল। প্রতিযোগিতার একেবারে শুরুতেই বৈঠকের সময় সঞ্চালকের কঠোর কটূক্তির শিকার হয়েছিলেন ফাতিমা। অথচ সেই অপমানই যেন তাঁর এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে দাঁড়ায়।
এবার ফাতিমা বশের মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থেইলভিগ। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের প্রাভিনার সিং। এ ছাড়া ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন।
এবারের আসরে নাদিন আইয়ুব ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ৩০ সেমিফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিয়েছিলেন।
বিউটি পেজেন্টের “সুপার বোল” হিসেবে পরিচিত মিস ইউনিভার্সের প্রতিটি আসর দেখতে বসেন লাখো দর্শক। এবার থাইল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় ১২০টি দেশের প্রতিনিধিরা।
প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেরা ৩০ পর্যন্ত জায়গা করে নেন। ফাইনাল শো সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান স্টিভ বার্ন, আর ওপেনিং পারফরম্যান্স ছিল থাই গায়ক জেফ স্যাচুর।
সুইমস্যুট রাউন্ড শেষে সেরা ৩০ থেকে বেছে নেওয়া হয় ১২ জনকে। পরে ইভনিং গাউন রাউন্ডের পর নির্বাচিত হয় চূড়ান্ত পাঁচজন।

বিনোদন ডেস্ক