ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদ
ভারতের শোবিজে দীর্ঘদিন ধরেই ভাসছিল বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনকেই সত্যি করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও বিগ বস তারকা নীল ভাট।
২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। চার বছর পর এসে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছিলেন নীল ও ঐশ্বরিয়া। তখন থেকেই তাদের দাম্পত্যে ভাঙনের খবর ছড়িয়ে পড়ে। এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেছেন দুজনেই। খুব শিগগিরই সম্পন্ন হবে তাদের ডিভোর্স প্রক্রিয়া।
এর আগে গুঞ্জনের সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া শর্মা নিজেই। গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘আমি অনেক দিন ধরেই চুপ আছি। দুর্বল বলে নয়, শান্তি রক্ষার জন্য। কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ এমন কিছু লিখে যাচ্ছেন, যা আমি কখনো বলিনি।’
তিনি আরও লিখেছিলেন, ‘আপনারা নিজেরা গল্প তৈরি করেন, যা আমি সমর্থন করি না। কোনো তথ্য বা নিশ্চিতকরণ ছাড়াই আমার নাম ব্যবহার করে প্রচার চালানো সত্যিই দুঃখজনক।’
ঐশ্বরিয়া শর্মা স্টার প্লাসের রোমান্টিক ধারাবাহিক ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’তে পত্রলেখা ‘পাখি’ মোহিতে পাতিল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২৩ সালে তিনি অংশ নেন রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ১৩’ এবং ‘বিগ বস ১৭’-এ।

বিনোদন ডেস্ক