‘সোলজার’ লুকে প্রকাশ্যে শাকিব খান, সরগরম নেটপাড়া
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর তা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবার সেই লুকেই জনসম্মুখে এলেন শাকিব খান।
এদিকে আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেন শাকিব খান। দেখা যায়, এই ‘সোলজার’ লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন শাকিব।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব। কালো পোশাক এবং আর কালো সানগ্লাসে তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়।
এরপর হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। ভিডিওতে দেখা যায়, উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন শাকিব খান।
সেখানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই সময় শাকিব খানকে নতুন সিনেমার এই লুক নিয়ে প্রশ্ন করেন তিনি।
এ সময় গোঁফ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটাতো আসল।’- বলেই হেসে দেন শাকিব খান। যদিও গোঁফটা আসল নাকি নকল, তা স্পষ্ট হওয়া যায়নি।
সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ ছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন শাকিব। আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমা।

বিনোদন ডেস্ক