৭০ লাখ রুপির চিকিৎসা ব্যয়, জীবন যুদ্ধে হার মানলেন ‘কেজিএফ’ অভিনেতা
কন্নড় সিনেমার পরিচিত মুখ হরিশ রাই আর ফিরে আসছেন না পর্দায়। ৫৫ বছর বয়সে থাইরয়েড ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াই শেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস নেন তিনি।
চিকিৎসকদের ভাষায়, ক্যানসার পেটসহ শরীরের নানা অঙ্গে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত তার জীবনপ্রদীপ নিভিয়ে দেয়। নিয়মিত কেমোথেরাপি, পালিয়েটিভ কেয়ার—কিছুই আর থামাতে পারেনি অবনতির পথ।
‘ওম’ ও ‘কেজিএফ’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন হরিশ। এছাড়াও সামারা, ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড, জোধিহাক্কি, রাজ বাহাদুর, সঞ্জু ওয়েডস গীথা, স্বয়ংবর ও নল্লা—তিন দশকের যাত্রায় পর্দায় ছিলেন কখনও খলনায়ক, কখনও সহ-নায়ক, কিন্তু সবসময়ই ছিলেন শক্ত উপস্থিতি।
অসুস্থতার মাঝেও থেমে থাকেননি কথা বলা। চিকিৎসার ব্যয় কতটা অসহনীয় হয়ে উঠেছে, তা প্রকাশ্যে তুলে ধরেছিলেন তিনি—একটি ইনজেকশনের দাম ৩ লাখ ৫৫ হাজার রুপি, প্রতি ৬৩ দিনে তিনটি ইনজেকশন—এক সাইকেলে প্রায় ১০.৫ লাখ রুপি। পুরো চিকিৎসা মিলিয়ে খরচ দাঁড়ায় প্রায় ৭০ লাখ রুপি।
সহ-অভিনেতা যশের প্রসঙ্গ তুলেও বলেছিলেন, সাহায্য করলেও বারবার বলা যায় না—“একজন মানুষ কতটুকু করবে?”
৩ দশকের পথচলায় কন্নড়, তামিল ও তেলুগু সিনেমায় অগণিত চরিত্রকে জীবন্ত করে রেখে গেলেন হরিশ রাই। আজ পর্দা নামল তার জীবনের, কিন্তু আলো নিভলো না তার স্মৃতির।

বিনোদন ডেস্ক