৬০ স্পর্শ করা শাহরুখ দেখালেন ‘কিং’ ঝলক
৬০-এ পা রাখলেন শাহরুখ খান। বয়সের সংখ্যা বদলালেও, ম্যাজিক নয়। জন্মদিন ভোরেই সেই প্রমাণ মিলল নতুন চমকে। বহু প্রতীক্ষার পর প্রকাশ হলো তার আসন্ন সিনেমা ‘কিং’-এর টিজার। আর এই এক ঝলকেই মাত হয়ে গেল ভক্তদের বিশ্বজোড়া উন্মাদনা।
মুম্বাইয়ের মান্নতের বাইরে জমেছে হাজারো মানুষের ভিড়। ঠিক এমন সময় অনলাইনে আসে ১ মিনিট ১৩ সেকেন্ডের সেই ভিডিও। শাহরুখ নিজেই লিখলেন, ‘শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে—কিং। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।’
টিজারের শুরুতেই শাহরুখের ভয়েসওভার, ‘কতটা খুন করেছি মনে নাই। ভালো লোক না খারাপ লোক—কখনো জিজ্ঞেস করিনি।’ এই সংলাপেই যেন ফিরে এলো ‘ডন’, ‘রইস’ আর ‘জওয়ান’-এর সেই পুরোনো দাপট।
ফার্স্ট লুকে ধরা দিয়েছেন একদম নতুন রূপে—সাদা চুল, দাড়ি, তীক্ষ্ণ দৃষ্টি, গাঢ় স্টাইল। টিজার দেখে ভক্তদের ধারণা, ‘কিং’ হতে যাচ্ছে পূর্ণাঙ্গ অ্যাকশন সিনেমা, যেখানে থাকবে থ্রিল আর দৃঢ় অ্যাটিটিউডের রাজত্ব।
পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ ও ‘ওয়ার’ দিয়ে বাজিমাত করেছেন। এই সিনেমাতে শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং প্রথমবার বড় পর্দায় দেখা যাবে সুহানা খানকে।
প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশাহ। জন্মদিনের এই ঘোষণা ভক্তদের কাছে যেন একটাই বার্তা,“কিং ফিরছে, আবারও আলোছায়ার পর্দা কাঁপবে।”

বিনোদন ডেস্ক