তাহসানের কারণেই ৮ বছরের প্রেমিককে প্রকাশ্যে আনেন ফারিণ
সংগীতশিল্পী তাহসানের সঙ্গে তাসনিয়া ফারিণের প্রেম—এমন গুঞ্জন হঠাৎ করেই ছড়িয়ে পড়েছিল দুই বছর আগে। তখন কেউ বলেছিলেন দুজনের প্রেম, কেউবা এটাকে বিয়ে পর্যন্ত গড়িয়ে নিয়ে গোপনে সংসার করছেন বলেও দাবি করেন।
এই পুরো গুঞ্জনের পেছনে ছিল একটাই কারণ— তাহসান ও ফারিণের একসঙ্গে কাজ করা। সেই থেকেই শুরু হয় কানাঘুষা, আর ধীরে ধীরে তা রটে যায় চারদিকে।
সময় গড়িয়েছে, গুঞ্জন থিতু হয়েছে। এখন ফারিণ ব্যস্ত বড় পর্দায়, ঢাকার পাশাপাশি টালিগঞ্জেও তার কাজের ব্যস্ততা বাড়ছে। কিছুদিন আগেই কলকাতায় গিয়ে দেখা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী, কোয়েল মল্লিক, দেবদের সঙ্গে। সেখানে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন তিনি।
সেই সাক্ষাৎকারেই ফের সামনে আসে পুরোনো প্রশ্ন—তাহসানের সঙ্গে প্রেমের খবর!
ফারিণ এবার স্পষ্ট বললেন, ‘বিষয়টা পুরোই ভুলভাল ছিল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ করিনি, তাই না জেনে সবাই তাহসানের নাম জুড়ে দেয়। তখনই বুঝলাম, এবার সত্যি প্রেমিককে সামনে আনতেই হবে।’
অর্থাৎ, তাহসানকে ঘিরে ছড়ানো গুঞ্জনই তাকে বাধ্য করেছিল নিজের প্রেমের মানুষকে প্রকাশ্যে আনতে।
এরপরই তিনি জানান নিজের সম্পর্কের কথা। ২০২৩ সালের আগস্টে দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ।
ব্যক্তিজীবন ও কাজের ভারসাম্য নিয়ে ফারিণের স্পষ্ট মন্তব্য, ‘হয়তো একদিন আমার উদাহরণ দেওয়া হবে—অল্প বয়সে বিয়ের পরও অভিনয় করেছি। বিয়ে ও অভিনয়ের মধ্যে বিরোধ কোথায়? কখন বিয়ে করব, সেটা আমি ঠিক করব। আর বিয়ের পর কাজ বরং আরও বেড়েছে।’

বিনোদন ডেস্ক