২৫ টেকেও অভিনয়ে পরিবর্তন আসে না আমির খানের, অভিযোগ ‘দাবাং’ নির্মাতার
সালমান খানকে নিয়ে মন্তব্যের পর থেকেই আলোচনায় ‘দাবাং’ নির্মাতা অভিনব কাশ্যপ। এবার নিশানায় আমির খান।
এনডিটিভির প্রতিবেদন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি তুলে ধরেছেন আমিরের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা—আর সেখানেই উঠে এসেছে বহু চমকে দেওয়া অভিযোগ। অভিনবের দাবি, অভিনয়ের পাশাপাশি শুটিংয়ের প্রায় সব খুঁটিনাটি দিকেই হস্তক্ষেপ করেন আমির। তার ভাষায়, সেটে আমিরের আচরণ সহশিল্পী ও নির্মাতাদের ওপর মানসিক চাপ তৈরি করে।
অভিনব বলেন, ‘তিনি সবক্ষেত্রেই নিয়ন্ত্রণ করেন—এডিটিং, পরিচালনা…পুরো সিস্টেমটাই তার কবজায় রাখতে চান। তার সঙ্গে কাজ করলে মাথা খারাপ হয়ে যায়।’
পরিচালকের অভিযোগ, আমিরের কথিত পারফেকশনিজমও বহু সময় অর্থহীন হয়ে পড়ে। ‘একটা শটের ২৫টা টেক দিলেও প্রথম আর শেষ টেকে কোনো তফাৎ থাকে না। নতুন কিছু পাওয়া যায় না, শুধু সময়ই নষ্ট হয়।’
এত অভিযোগের পরেও কেন রাজকুমার হিরানি বা রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো নির্মাতারা নিয়মিত আমিরের সঙ্গে কাজ করেন—এ প্রশ্নও তুলেছেন তিনি। অভিনবের বিস্ময়, ‘এত বড় নির্মাতারা…তবু বৈঠক হয় আমির খানের বাড়িতে! তার মধ্যে এমন কী আছে?’
তার বক্তব্য—কাজের বিভিন্ন সৃজনশীল সিদ্ধান্তেও অভিনেতার সীমা পেরিয়ে আধিপত্য দেখান আমির খান।
যদিও এসব বিস্ফোরক অভিযোগে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি আমির খানের পক্ষ।

বিনোদন ডেস্ক