ডিভোর্সি স্বামীর সঙ্গে ছবি, আবারও কি এক হতে চলেছেন মাহি–রাকিব?
স্বামী রাকিব সরকারর সঙ্গে দেড় বছর আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই ঘোষণার পর থেকে দুজনকে আর কখনও একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি।
কিন্তু হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি পারিবারিক স্থিরচিত্র পোস্ট করে আলোচনায় আসেন মাহি। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘মাশাআল্লাহ’।
এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। দুজনের কাছাকাছি সময়ে এমন ছবি পোস্ট করায় জল্পনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
মাহি ও রাকিবের ঘনিষ্ঠজনদের কেউ কেউ বলছেন, তারা আবারও এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কারও দাবি, তারা আসলে আলাদা হননি—শুধু সম্পর্কের অবনতি হয়েছিল কিছুদিনের জন্য।
ছবির নিচে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ অনেকেই শুভকামনা জানিয়েছেন এই দম্পতিকে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাহি বা রাকিব—দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
এদিকে কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রাকিব বর্তমানে কোথায় আছেন, তা স্পষ্ট নয়। ফলে হঠাৎ এই পারিবারিক ছবি পোস্ট করা ঘিরে রহস্য আরও গভীর হয়েছে। এখন সবাই তাকিয়ে, নতুন করে শুরু হচ্ছে কি না মাহি–রাকিবের সংসার।

বিনোদন ডেস্ক