জুবিন গর্গের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার চাচাতো ভাই

দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরও ঘনীভূত হচ্ছে ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ–এর মৃত্যুর রহস্য। সিঙ্গাপুরে তার মৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার হয়েছেন চাচাতো ভাই ও আসাম পুলিশের কর্মকর্তা সন্দীপন গার্গ। অভিযোগ, মৃত্যুর সময় তিনিও ছিলেন সেই নৌভ্রমণের পার্টিতে। খবর দ্য হিন্দুর।
গত ১৯ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন গার্গ। সেদিন একটি দ্বীপের কাছে সাঁতার কাটতে নামার পরই ঘটে দুর্ঘটনা। সেই সময় নৌযানে উপস্থিত ছিলেন সন্দীপনও।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত সংস্থা। এর আগে তাকেসহ গায়কের আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকেও জিজ্ঞাসাবাদ করেছিল সংস্থাটি। বুধবার (৮ অক্টোবর) তাকে আদালতে তোলার কথা রয়েছে।
এই ঘটনায় এর আগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ—গায়কের সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী, ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মা, আয়োজক শ্যামকানু মহন্ত ও শিল্পী অমৃতপ্রভা মহন্তকে।
ঘটনার পর থেকে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। রহস্য আরও ঘনীভূত হচ্ছে, আর বাড়ছে প্রশ্ন—আসলে কী ঘটেছিল সেই নৌযানে?