রাহাত ফাতেহ আলী খান গাইবেন শনিবার, আর্মি স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ছাত্র জনতার জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আয়োজিত কনসার্ট ‘ইকোস অব রেভুলেশন’-এ গান করবেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। আর্মি স্টেডিয়ামে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) আয়োজিত এই কনসার্ট সব প্রস্তুতি শেষ। জমকালো আয়োজনকে ঘিরে রঙে রঙে সেজে উঠেছে স্টেজ ও তার প্রাঙ্গণ। লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে মিলিয়ে প্রস্তুত আর্মি স্টেডিয়াম। পারফরম্যান্সকারী ব্যান্ডগুলো ইতিমধ্যে তাদের রিহার্সাল সেরে নিয়েছেন।
আয়োজকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন স্পিরিট অফ জুলাই আয়োজনে এই কনসার্টে পারিশ্রমিক নেবেন না রাহাত ফাতেহ আলী খান।
জানা গেছে, ভিআইপি, ফ্রন্ট রো এবং জেনারেল ক্যাটাগরিতে কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে। এই কনসার্ট থেকে যা আয় হবে তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। পুরো কনসার্ট সরাসরি সম্প্রচার করবে এনটিভি। রাহাত ফতেহ আলী খান ছাড়াও দেশীয় ব্যান্ড চিরকুট, আর্টসেল ছাড়াও কয়েকটি ব্যান্ড এবং শিল্পীরা কনসার্টে গান পরিবেশন করবেন।
কনসার্টটির আয়োজক জুলাই ফাউন্ডেশনের অন্যতম সদস্য মহিউদ্দিন মাহি বলেন, ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে কনসার্টকে কেন্দ্র করে।

এনটিভি অনলাইন ডেস্ক