শিহাব শাহীনের ফিল্মে ফারিণ-প্রীতম!
 
          প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। ছবি : ফেসবুক থেকে নেওয়া        
          নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করছেন রোমান্টিক ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’। মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া ১২টি সিনেমার একটি এটি।
নতুন এই ফিল্মে জুটি বেঁধে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান। এবারই প্রথম একসঙ্গে তারা অভিনয় করছেন। এনটিভি অনলাইনকে এই প্রেজেক্ট সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, এরইমধ্যে নতুন এই ফিল্মটির শুটিং শুরু হয়েছে ঢাকার অদূরে রাজশাহীতে।
যদিও নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান এখনই এই ব্যাপারে কিছু জানাতে চান না। নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে তার সাড়া পাওয়া যায়নি।
প্রীতম হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আলোচনা চলছে, এখনো কিছু শুরু হয়নি।

 
                   বিনোদন ডেস্ক
                                                  বিনোদন ডেস্ক
               
 
 
