‘সুড়ঙ্গ’ খুঁড়ে এবার ‘সাড়ে ষোল’ রুমে আফরান নিশো
 
গেল ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকে আলোচনা থাকার মাঝেই অভিনেতার নতুন ওয়েব সিরিজের খবর পাওয়া গেল।
নাম ‘সাড়ে ষোল’; এটি একটা রাত, একটা হোটেল আর একটা নম্বরের গল্প। আগামী ১৭ আগস্ট হইচইতে মুক্তি পাবে মিস্ট্রি-সাসপেন্স-থ্রিলার সিরিজ এই সিরিজ যেখানে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, যার চরিত্রের নাম রেজা।
গত ১২ জুন রাজধানী ঢাকাতে সিরিজটির শুটিং শুরু হয় এবং ক্যামেরা ক্লোজ হয় ২৬ জুন। ৬ পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন ইয়াসির আল হক, যিনি ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের প্রধান সহকারী পরিচালক ছিলেন।
জানা গেছে, একটি হোটেল এবং এক রাতের গল্পে নির্মিত হয়েছে সিরিজটি যেখানে প্রত্যেকটা পরতে পরতে রয়েছে মিস্ট্রি আর সাসপেন্স। সিরিজটিতে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে, তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাবার আগের রাতে তার জীবন একটি জটিল মোড় নেয়। নিশো ছাড়াও কাস্টিংয়ে রয়েছে বিশাল চমক।
সিরিজটি প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘রেজা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসাবে দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
পরিচালক ইয়াসির আল হক বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। ‘সাড়ে ষোল’ সিরিজটি একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে ছিল এবং এ কারণেই আমি এই সিরিজটি দিয়ে আমার ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। হইচইকে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য।

 
                   বিনোদন ডেস্ক
                                                  বিনোদন ডেস্ক
               
 
 
 
