অস্কারে নতুন ইতিহাস ‘সিনার্স’-এর, সর্বোচ্চ ১৬ মনোনয়ন
ভ্যাম্পায়ার-থ্রিলার ধাঁচের ‘সিনার্স’ ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন পেয়ে অস্কারের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। রায়ান কুগলার পরিচালিত ছবিটি সেরা চলচ্চিত্রসহ প্রধান সব বিভাগে জায়গা করে নিয়েছে। এর আগে এক আসরে সর্বোচ্চ ১৪টি মনোনয়নের রেকর্ড ছিল ‘টাইটানিক’, ‘লা লা ল্যান্ড’ ও ‘অল অ্যাবাউট ইভ’-এর।এবারের অস্কারে দ্বিতীয় সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে পল টমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান...
সর্বাধিক ক্লিক
