ভারতে এবার চিত্রনির্মাতা ও বিজ্ঞানীদের প্রতিবাদ
 
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে সাহিত্যিকদের পর এবার সরব হলেন চলচ্চিত্র পরিচালক ও বিজ্ঞানীরা। কালবুর্গি হত্যা, দাদরি-কাণ্ড, কেরল হাউসে পুলিশের অতি সক্রিয়তার মতো ঘটনার প্রতিবাদে দেশের ১০ জন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক ফিরিয়ে দিলেন তাঁদের জাতীয় পুরস্কার। যাঁদের মধ্যে রয়েছেন স্বনামধন্য পরিচালক রাকেশ শর্মা, নিষ্ঠা জৈন, আনন্দ পট্টবর্ধন, কীর্তি নাথওয়া, দীপিকা সিং, হরি নায়ার, পরেশ কামদার, হর্ষ কুলকর্নি, বাঙালি পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিরা।
ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই চলচ্চিত্র পরিচালকরা। শুধু কালবুর্গি হত্যা, দাদরি-কাণ্ড, কেরল হাউসে পুলিশের অতি সক্রিয়তার মতো ঘটনাই নয়, পাকিস্তানি গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান বাতিল, পাকিস্তানি লেখকের বই প্রকাশ অনুষ্ঠান আয়োজন করার দায়ে উদ্যোক্তার মুখে কালিলেপন, পাকিস্তান-ভারত ক্রিকেট বৈঠকে বিক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা ক্রমাগত ভারতের ভাবমূর্তি বিশ্বের দরবারে কলঙ্কিত করেছে বলে মনে করছেন এসব বিদ্বজ্জন। যে আবহ ক্রমে ভারতজুড়ে ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে। ফলে সাহিত্যিক কিংবা পরিচালকরাই নন। তাঁদের সঙ্গে প্রতিবাদে সুর মিলিয়েছেন বিজ্ঞানীরাও। দেশে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে এবারে পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান বিজ্ঞানী পি এম ভার্গব।
একটি সংবাদমাধ্যমে সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির প্রতিষ্ঠাতা অধিকর্তা বিজ্ঞানী ভার্গব জানান, পদ্মভূষণ পুরস্কার তাঁর কাছে অন্য আর সব পুরস্কারের থেকে আলাদা। কিন্তু বর্তমানে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ওই পদ্মভূষণ সম্মান নিজের কাছে রাখতে তিনি কোনো আবেগ অনুভব করছেন না। ৮৭ বছরের প্রবীণ এই বিজ্ঞানী জানান, সাম্প্রদায়িক মনোভাবাপন্নদের জায়গা পাকা করে দিচ্ছে মোদি সরকার। আজ ধর্মের ভিত্তিতে দেশে বিভাজন তৈরি হচ্ছে। দেশের চারদিকে যা ঘটছে তাকে বিজ্ঞানীরাও উপেক্ষা করতে পারেন না। ভার্গব বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ বিজ্ঞানীদের আরো বেশি করে প্রতিবাদে শামিল হতে হবে। অন্যদিকে, এরই মধ্যে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনা বেড়ে চলার ঘটনায় ১০৭ জন বিজ্ঞানী অনলাইনে স্বাক্ষর করে প্রতিবাদ জানান।
ক্রমাগত ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে ভারতে যে ধরনের ঘটনা ঘটে চলেছে, তার বিরুদ্ধে সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক ও বিজ্ঞানীদের এই পুরস্কার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে যে প্রতিবাদের প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে মোদি সরকার চাপের মুখে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 
                   মনোজ বসু, কলকাতা
                    মনোজ বসু, কলকাতা
         
 
 
 
