জন্মদিনে মেয়ের উপহারে বিস্মিত বাঁধন
 
‘মা, আমি তো বড় হয়েছি। আমি এখন একাই রেডি হতে পারি। আজ আমি স্কুলে যাওয়ার জন্য একা একা রেডি হব। একাই ব্রেকফাস্ট করব। তুমি ঘরে চুপচাপ বসে থাকো।’ কথাগুলো অভিনেত্রী বাঁধনের চার বছর বয়সী মেয়ে সায়রার। আজ জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন। জন্মদিনে মেয়ের এমন কথায় একটু অবাকই হয়েছেন মা বাঁধন। শুধু এই কথাই শেষ নয়। সায়র কেক টেবিলে রেখে তারপর মাকে ডাক দিয়ে বলেছে, ‘মা, আজ তো তোমার জন্মদিন। চলো কেক কাটি।’ এদিকে জন্মদিনে মেয়ের এমন উপহার পেয়ে খুবই বিস্মিত হন বাঁধন।
এনটিভি অনলাইনকে বাঁধন বলেন, ‘আমার মেয়ে আমার জীবনের সবকিছু। তাকে ঘিরে আমার সব স্বপ্ন। আমার জন্মদিনে আমার বোনের মেয়েকে সঙ্গে নিয়ে ও এ রকম পরিকল্পনা করতে পারে, এটা সত্যি আমি ভাবতে পারিনি। শুধু কি তাই! সকাল থেকে ও বায়না ধরেছে মায়ের জন্মদিনে পার্টি দিতেই হবে। আমি ওর সকালের পরিকল্পনা বুঝতে পারলেও ওকে সেটা বুঝতে দেইনি। কেক কেটে ভালোভাবে জন্মদিন পালন করেছি। পরে ওকে অনেক কষ্টে বোঝালাম, ‘মা, আমি তো শুটিং করব। আজ পার্টি দিতে হবে না।’ তবু ও নাছোড়বান্দা। যাইহোক অনেক কষ্টে ওকে বুঝিয়েছি। আসলে বাচ্চারা দেখে দেখে শেখে। আমি ওর জন্মদিন যেভাবে পালন করি, ঠিক সেভাবে ও চেষ্টা করেছে মাত্র। সত্যি মেয়ের ভালোবাসা পেয়ে আমি বিস্মিত।’
এদিকে সব মিলিয়ে ভালোভাবে জন্মদিন কাটছে বাঁধনের। সকালে চ্যানেল আইতে সরাসরি এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। দুপুর থেকে উত্তরার একটি শুটিং হাউসে নাটকের শুটিং করছেন বাঁধন। নাটকের নাম ‘মেঘের পরে মেঘ জমেছে’। পরিচালনা করছেন অঞ্জন আইচ।
জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই বাঁধনের। শুটিং শেষে সোজা বাড়ি ফিরবেন তিনি।

 
                   নাইস নূর
                                                  নাইস নূর
               
 
 
 
