‘নতুন নির্মাতা, নতুন চলচ্চিত্র’ উৎসবে ‘মিস্টার এক্স’
 
তরুণ নির্মাতা মুহাম্মদ আলতামিশ নাবিল ও ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্টার এক্স’ এবার প্রদর্শিত হবে ‘নতুন নির্মাতা, নতুন চলচ্চিত্র’ উৎসবে। ছবিটি প্রযোজনা করেছেন মোশন ভাস্কর। ৩০ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৫টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো ন্যূনতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয়।
উৎসবে অক্টোবর মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১৫টি নির্বাচন করেছেন জুরি সদস্যরা। নির্বাচিত হয়েছে ১২টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী, দুটি প্রামাণ্য ও একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ছয়টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র এবং দুটি প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করেছে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ প্রতিযোগিতা। এ কর্মসূচিতে বাংলাদেশের নবীন চলচ্চিত্রকারদের নির্মিত চলচ্চিত্রের নিয়মিত প্রদর্শনী, দর্শক-নির্মাতা মতবিনিময় এবং বছরব্যাপী প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে সেরা তিনজন নির্মাতা বাছাইয়ের প্রতিযোগিতামূলক উৎসব। এ উৎসবে প্রতি মাসেই প্রতিভাবান নবীন নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হয়।


 
                   মাজহার বাবু
                                                  মাজহার বাবু
               
 
 
 
