রশ্মিকাকে বিয়ের গুঞ্জন, বিজয় বলছেন ‘ননসেন্স’
 
‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় থাকা ভারতের দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানার সঙ্গে সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। একসঙ্গে অবকাশ যাপনে দেখা গেলেও প্রকাশ্যে এই প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউ।
এর মাঝেই ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন, চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডে আত্মপ্রকাশ করতে যাওয়া এই তারকা জুটি।
তবে গণমাধ্যমের সেই খবরকে অস্বীকার করে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলছেন স্বয়ং বিজয়। বলিউডভিত্তিক নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামা বিজয় দেবেরাকোন্ডার কাছে এই খবরের সত্যতা জানতে চাইলে তিনি হেসে বলেছেন, ‘একদম কাণ্ডজ্ঞানহীন’।
এর আগে বিয়ে প্রসঙ্গে রশ্মিকা মন্দানা ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, ‘এখনও বিয়ের বয়সই হয়নি।’
 
তবে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে মুম্বাইয়ে বসবাস করছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। দুজনকে একসঙ্গে ডিনারেও দেখা যাচ্ছে সম্প্রতি। গেল বছরের শেষ দিন একসঙ্গে কাটিয়েছেন গোয়ার সৈকতে।
 
চলতি বছর ‘লাইগার’ সিনেমা দিয়ে বিজয় আর ‘মিশন মজনু’ সিনেমা দিয়ে রশ্মিকার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়।

 
                   বিনোদন ডেস্ক
                                                  বিনোদন ডেস্ক
               
 
 
 
