গুঞ্জন সত্যি করে নুসরাতের কাছে বিচ্ছেদ চাইলেন স্বামী
 
বছরের শুরুতে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহানের সংসারে চিড় ধরেছে। সেইসঙ্গে খবর, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।
 
এবার সংসার ভাঙার সেই গুঞ্জন সত্যি করে নুসরাতের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তাঁর স্বামী ব্যবসায়ী নিখিল জৈন। কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার এই খবর প্রকাশ করেছে। যদিও এ প্রসঙ্গে গণমাধ্যমটিকে কোনো মন্তব্য না দিয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন নিখিল জৈন।
 
প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, নিখিলের বিচ্ছেদের আবেদনের দিনও তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত। মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরাত মোটা অঙ্কের খোরপোষ দাবি করবেন। কারণ, তাঁর অতীতের সম্পর্কেও একই রকম ইতিহাস জানা যায়। বিয়ে না করলেও বিচ্ছেদের সময় প্রেমিকদের সঙ্গে অনেক টাকার আদান-প্রদান হয়েছিল।
 
দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালের ১৯ জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুসরাত জাহান।

 
                   বিনোদন ডেস্ক
                                                  বিনোদন ডেস্ক
               
 
 
 
