এনটিভিতে নতুন ধারাবাহিক ‘হাউস নং ৯৬’, প্রথম চমক নিশো
এনটিভিতে ‘হাউস নং ৯৬’ শিরোনামে নতুন ধারাবাহিক নাটকের সম্প্রচার শুরু হচ্ছে আগামীকাল বুধবার। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে। ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
মঙ্গলবার দুপুরে নির্মাতা মাহমুদুর রহমান হিমি এনটিভি অনলাইনকে বলেন, ‘এটা আমার প্রথম ধারাবাহিক নাটক, সে কারণে বেশ উত্তেজিত। দর্শক ভিন্ন ধারার একটি ধারাবাহিক দেখতে পারবেন। আমরা প্রতি সাত পর্ব করে গল্প সাজিয়েছি।’
পর্যায়ক্রমে ধারাবাহিক নাটকটিতে দেশের জনপ্রিয় তারকাদের দেখা মিলবে বিভিন্ন চরিত্রে। সেই ধারাবাহিকতায় শুরুতে ‘হাউস নং ৯৬’-তে যুক্ত হয়েছেন ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
এ ছাড়া যুক্ত হয়েছেন কচি খন্দকার, ফারিয়া শাহরিন, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।

বিনোদন প্রতিবেদক