জিপিএ-৫ কমেছে পৌনে এক লাখের বেশি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে নয়টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক, আলিম (ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে পৌনে এক লাখের বেশি (৭৬ হাজার ৮১৪ জন)।
জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। চলতি বছর ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৪৪ জন।
বিপরীতে চলতি বছর পরীক্ষায় অংশ নেয় ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন। পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৫৩ জন। গত বছর (২০২৪) জিপিএ-৫ পেয়েছেন ৬৪ হাজার ৯৭৮ জন ছাত্র এবং ৮০ হাজার ৯৩৩ ছাত্রী।