এইচএসসিতে স্বপ্নজয়ী সাফল্য ডেমরার দুই কলেজের

সারাদেশে এ বছর পাসের হার ও জিপিএ-৫ এর ক্ষেত্রে ধস নামলেও অভাবনীয় সাফল্য ধরে রেখেছে ডেমরার দুই কলেজ। রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ নিজেদের ফলাফলে নজর কেড়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ও জিপিএ -৫ উভয় ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। এ ছাড়া ডেমরার অপর কলেজ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৯২০ জন।
অভাবনীয় সাফল্য সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ৯৯.৯১ শতাংশ পাসসহ ৪২৩ জন জিপিএ-৫ পেয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৭৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ৩০৯ জিপিএ-৫ পেয়েছে, মানবিক বিভাগে ১৪৯ জন অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ৩৯ জন জিপিএ-৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৪৭ জন অংশগ্রহণ করে ৭৫ জন জিপিএ-৫ পেয়েছে।

অথচ এবার সারাদেশে গড় পাসের হার মাত্র ৫৮.৮৩ শতাংশ।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা এনটিভিকে বলেন, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ৯৯.৯১ শতাংশ পাস বজায় রেখে গুণগত শিক্ষার নতুন মানদণ্ড স্থাপন করেছে। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আবারও দেখিয়ে দিল সাফল্য তাদের জন্য যাদের প্রচেষ্টা অবিচল, মনোযোগ অবিচল, আর লক্ষ্য স্বপ্নের চেয়ে বড়। এই অর্জন আগামী দিনের প্রতিটি শিক্ষার্থীর জন্য হয়ে থাকবে এক দীপ্ত অনুপ্রেরণার প্রতীক। 'অর্জন আমাদের অভ্যাস, শ্রেষ্ঠত্ব আমাদের ঐতিহ্য। 'এই মূলমন্ত্রকে ধারণ করেই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আবারও প্রমাণ করেছে-অর্জন তাদের অভ্যাস, আর শ্রেষ্ঠত্ব তাদের ঐতিহ্য। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি ৯৯.৯১ শতাংশ পাসের পাশাপাশি ৪২৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই কলেজের এ অর্জনকে দেশের শিক্ষাবিদরা একটি অনুকরণীয় সাফল্য হিসেবে দেখছেন।
৯২০ জিপিএ-৫সহ স্বপ্নজয়ী সাফল্য ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের
অপরদিকে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে অংশগ্রহণ করে তিন হাজার ১৮৩ জন শিক্ষার্থী। তার মধ্যে বিজ্ঞান বিভাগের ৭৭৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ১০৭ জন এবং মানবিক বিভাগের ৩৬ জনসহ সর্বমোট ৯২০ জন কৃতি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ প্রাপ্তির হার ২৮.৮৩ শতাংশ, পাসের হার ৯৯.৬৫ শতাংশ। প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বইছে গৌরবদীপ্ত আনন্দ ধারা।