চৌহালী সরকারি কলেজে পাসের হার ১৪ শতাংশ
সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ১৪ শতাংশ। চলতি বছরে এই কলেজ থেকে এইচএসি পরীক্ষায় ৪৮৪ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬৮
জন। অকৃতকার্য হয়েছে ৪১৬ জন। জিপিএ ৫ পায়নি কেউ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজটির এই ফলাফল পাওয়া যায়।
চৌহালী সরকারি কলেজে চলতি বছর উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিল ৫০৬ জন। এর মধ্যে ৪৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে মানবিক শাখায় পরীক্ষার্থী ছিলেন ৩৯৩ জন, পাস করেছেন ৫৭ জন, বিজ্ঞান শাখার ১০৯ জনে পাস করেছেন ১১ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে চার পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন। পাস করা পরীক্ষার্থীদের কেউ জিপিএ ৫ পাননি। কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ।
এ বিষয়ে চৌহালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এই কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন আক্ষেপ করে বলেন, একটি সরকারি কলেজে গড় পাসের হার ১৪ শতাংশ। এই ফলাফলে আমরা লজ্জিত। ঠিকমতো ক্লাস হয়নি, শিক্ষকদের চরম গাফিলতির জন্য এমন করুণ পরিস্থিতি।
কলেজটির হতাশাজনক ফলাফলে যমুনার চরাঞ্চল অধ্যুষিত চৌহালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।
চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম বলেন, সারা দেশের ফলাফল একই। আমাদের সবই তো ঠিকই আছে, শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়া উচিত। ওভার মার্ক না দেওয়ায় হয়তো এমন অবস্থা হতে পারে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, এটাই প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র। এ থেকে উত্তরণে ভালো পড়াশোনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের সচেতন ও যত্নবান হতে হবে।

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)