২২ দিনে প্রবাসী আয় এসেছে ২৪২ কোটি মার্কিন ডলার
ডলারের ছবি
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৯ হাজার ৫৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের ডিসেম্বরের প্রথম ২২ দিনে প্রবাসী আয় এসেছিল ২১৭ কোটি ৩০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৪৬ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের একই সময়ে (১ জুলাই থেকে ২২ ডিসেম্বর) এর পরিমাণ ছিল এক হাজার ৩৩১ কোটি ১০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক