ভেঞ্চুরিনি’র সাথে ফ্যাশন আইকন নোবেল  

বাংলাদেশের ফুটওয়্যার শিল্পে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন অন্যতম শীর্ষ ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রিমিয়াম পুরুষদের লাইন ভেঞ্চুরিনি), ফ্যাশনের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। লেদার ও শু মেকিং ইন্ডাস্ট্রির দক্ষতা এবং অনন্য চামড়ার তৈরি জুতা ও শিল্পশৈলীর মাধ্যমে ভেঞ্চুরিনি দেশীয় ও আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।এই সময়ের পুরুষদের কাছে শৌখিনতা,...