২১ দিনে প্রবাসীরা পাঠালেন ২৮ হাজার ৫১১ কোটি টাকা
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৩৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৮ হাজার ৫১১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের ডিসেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ২০০ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৫৩৭ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ে (১ জুলাই থেকে ২১ ডিসেম্বর) এর পরিমাণ ছিল ১ হাজার ৩১৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ অর্থবছরের হিসেবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক