সরকার গঠন করতে পারলে জলাবদ্ধতার সমস্যা সমাধান করব : তারেক রহমান
সরকার গঠন করতে পারলে জলাবদ্ধতা সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে উত্তরা আজমপুরে নির্বাচনি সমাবেশে তিনি এ আশ্বাস দেন।
তারেক রহমান বলেন, এলাকার মানুষের কী কী সমস্যা আছে, সেটা নিয়ে কাজ করতে হবে। প্রধান সমস্যা গ্যাস। এটা সারা দেশের সমস্যা। এই সমস্যার সমাধান করতে হবে। আরেকটি সমস্যা পানির সংকট। আমরা খাল খনন করব। খাল খনন করে পানির সমস্যা সমাধান করতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে জলাবদ্ধতা সসম্যা সমাধান করব। এছাড়া যানজট কমানো, মাদক নিয়ন্ত্রণে কাজ করা হবে। উত্তরার মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমরা ধীরে ধীরে সমস্যাগুলোর সমাধান করতে পারব। আপনাদেরকে ধানের শীষের পক্ষে থাকতে হবে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, অতীতে যেমন ষড়যন্ত্র হয়েছে। আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা যদি সমর্থন দেন তাহলে ষড়যন্ত্র মোকাবিলা করতো পারব।
এসময় তিনি ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীরের জন্য ভোট প্রার্থনা করেন।
এর আগে গাজীপুরের সমাবেশে তারেক রহমান বলেন, গাজীপুর শুধু শিল্প নগরী না, এটি বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী। গার্মেন্টসে লাখ লাখ মা-বোন ও ভাইয়েরা কাজ করেন। এই গার্মেন্টস শিল্প বাংলাদেশে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিদেশে যে আমাদের শ্রমিক যায় সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেছিল বিএনপি সরকার। মেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া। এই দেশের খেঁটে খাওয়া মানুষের জন্য একমাত্র বিএনপিই কাজ করে থাকে।
বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনে বিএনপি জয়ী হলে গার্মেন্টসের মতো আমরা নতুন নতুন শিল্প আনব। যেখানে আরও বেশি সংখ্যক মা-বোনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তরুণ ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

নিজস্ব প্রতিবেদক