৫ আগস্টের মতো নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি, আমরা আমাদের এই দেশে আর নতুন করে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, ৫ আগস্ট যে পরিণত হয়েছে সে নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নিজের নির্বাচনি জনসভায় জামায়াত আমির এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমাদের প্রতীক ইনসাফের প্রতীক। আমাদের দেশে ইনসাফ না থাকায় আমাদের এতো বৈষম্য ও দুর্নীতি। এই ইনসাফ যদি থাকতো তাহলে দেশে দেশে বেগমপাড়া হতো না, দুর্নীতি থাকতে না।
ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না, নতুন প্রজন্মের কাজ শেষ হয়ে যায় নাই। আপনারা বৈষম্য, দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন ইউ ওয়ান্ট জাস্টিস, সে ন্যায়বিচার কায়েম না হওয়া পর্যন্ত কি আপনারা ঘরে ফিরে যাবেন? ন্যায়বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদের আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গী হবো।
জামায়াত বলেন, যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়িচাপা থেকে লোক হত্যা এগুলো থেকে নিজেদের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা যতই রঙিন স্বপ্ন জাতিকে দেখাবে, জাতি তাদের মতলব বুঝতে অসুবিধা হবে না।

নিজস্ব প্রতিবেদক