ভোলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান, জরিমানা
ভোলায় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন অসংগতি ও রোগীদের অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও নৌ বাহিনী।
শহরের যোগীরঘোল হাসপাতাল রোড এলাকায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
অভিযানে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার, ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতা ও যন্ত্রপাতির বৈধতা সংক্রান্ত নানা অসংগতি পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. নেয়ামুল খান ও নৌ বাহিনীর লে. কমান্ডার মো. আবরার উপস্থিত ছিলেন।

আফজাল হোসেন, ভোলা