দুর্নীতিমুক্ত সমাজের অঙ্গীকারে জামায়াতের নির্বাচনি জনসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিমুক্ত ও টেন্ডারমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঝিনাইদহে একটি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ বাসটার্মিনাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ শহর শাখার ১নং ওয়ার্ডের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় ঝিনাইদহ শহর শাখার ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আমির ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন উর রশিদ, পৌর শিবিরের অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আবিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি, অনিয়ম ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে। একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে জামায়াতে ইসলামীকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার বিকল্প নেই।
এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)