পৈতৃক বাড়িতে কবি বন্দে আলী মিয়ার জন্মবার্ষিকী পালিত
বরেণ্য পল্লীকবি বন্দে আলী মিয়ার পৈতৃক বাড়িতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি : এনটিভি
নানা আয়োজনে পাবনায় বরেণ্য পল্লীকবি বন্দে আলী মিয়ার ১২০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কবির স্মৃতিধন্য পৈতৃক বাড়িতে আলোচনা সভা ও সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ এবং কবির পরিবারের পক্ষ থেকে পাবনা শহরের রাধানগরে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদের সভাপতি ড. মো. হাবিবুল্লাহ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. রামদুলাল ভৌমিক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাবনা জেলা শাখার সহ-সভাপতি মাহবুব আলম লিটন। আরও উপস্থিত ছিলেন জোটের সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, কবি বন্দে আলী মিয়ার গানের গবেষক শফিক উদ্দিন আহমেদ ও কবির পরিবারের সদস্যরা।

এ বি এম ফজলুর রহমান, পাবনা