এক ট্রাক জাটকা পাঠানো হলো এতিমখানায়
নোয়াখালী সদর উপজেলায় পাচারকালে এক ট্রাক জাটকা ইলিশ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাছ পরিবহণের অপরাধে ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে সেই জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে সদর উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের ডাক্তার বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৩ কার্টন জাটকা জব্দ করে। অভিযানে ট্রাকের চালক, হেলপার ও মাছের মালিকসহ মোট ৬ জনকে আটক করা হয়।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী, জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী