চাঁদপুর মাছঘাটে ইলিশের আকাল, দাম বেড়েছে তিনগুণ
পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত দেশের অন্যতম প্রধান ইলিশ অবতরণ কেন্দ্র চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট এখন অস্তিত্ব সংকটে। গত বছরের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া ইলিশের সরবরাহ সংকট বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি এই ঘাটে, যার প্রভাব পড়েছে বর্তমানের অসময়েও।
জেলে ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, পদ্মা-মেঘনায় আগের মতো ইলিশের ঝাঁক পাওয়া যাচ্ছে না। সাধারণত এই সময়ে (অফ-সিজন) প্রতিদিন ১৫০ থেকে ২০০ মণ ইলিশের সরবরাহ থাকলেও বর্তমানে তা ২০ মণের নিচে নেমে এসেছে। সরবরাহ কমার সরাসরি প্রভাব পড়েছে বাজারে, সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে রুপালি ইলিশের দাম।
বর্তমানে বাজারে ১ কেজি ওজনের একটি ইলিশ ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের মাছের দামও ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকার মধ্যে। এমনকি ছোট আকারের ইলিশের জন্য গুনতে হচ্ছে অন্তত ২ হাজার টাকা। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই মাছঘাটে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।
মাছঘাটে ইলিশ কিনতে আসা সুমন রহমান জানান, ইলিশ প্রিয় মাছ হওয়া সত্ত্বেও আকাশচুম্বী দামের কারণে তা এখন অপ্রিয় হয়ে উঠছে। আগে যে দামে মাঝারি ইলিশ পাওয়া যেত, এখন সেই দামে ছোট মাছও কেনা সম্ভব হচ্ছে না।
ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন। আড়তদার মনছুর আহমেদ মাহিন বলেন, নদীতে মাছ নেই, তাই ঘাটে সরবরাহ কম। সরবরাহ কম থাকায় দাম কয়েকগুণ বেড়েছে। ক্রেতা না থাকায় আমাদের লোকসান গুনতে হচ্ছে।
আরেক ব্যবসায়ী বিজয় সরকার জানান, ইলিশের বিক্রি নেই বললেই চলে। সরবরাহ না বাড়লে সাধারণ মানুষের পাতে ইলিশ ওঠা অসম্ভব হয়ে পড়বে।

শরীফুল ইসলাম, চাঁদপুর