বিএনপি প্রার্থী দিপুর ১০ কোটির সম্পদ, বছরে আয় ১৭ লাখ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার নির্বাচনি হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় পেশায় ব্যবসায়ী এই নেতার আয়-ব্যয়, স্থাবর-অস্থাবর সম্পদ ও মামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে।
আয় ও পেশা
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তার ব্যবসা খাত থেকে বাৎসরিক আয় ১৭ লাখ ৪৮ হাজার ৬৪০ টাকা। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার আরও ১৮ লাখ টাকা বাৎসরিক আয় দেখানো হয়েছে।
সম্পদ বিবরণী
দিপু ভূঁইয়ার মালিকানায় বর্তমানে ১০ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে তার নিজের কাছে নগদ ১৩ লাখ ৯৩ হাজার ৩৭০ টাকা এবং ব্যাংকে জমা ২৮ লাখ ৯৪ হাজার ১৯০ টাকা রয়েছে। তার স্ত্রীর কাছে নগদ ১৬ লাখ ৮০ হাজার ৭৯৫ টাকা এবং ব্যাংকে তিন লাখ পাঁচ হাজার ৩৭৫ টাকা জমা আছে।
অস্থাবর সম্পদের মধ্যে প্রার্থীর মালিকানায় দেড় কোটি টাকা মূল্যের একটি ব্যক্তিগত গাড়ি এবং তার স্ত্রীর নামে ৭৯ লাখ টাকা মূল্যের আরেকটি গাড়ি রয়েছে। স্থাবর সম্পদের হিসেবে তিনি পাঁচ শতক জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ির কথা উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী তার মোট স্থাবর সম্পদের পরিমাণ চার কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৯২১ টাকা।
ঋণ ও মামলা
সম্পদের পাশাপাশি দিপু ভূঁইয়ার বড় অঙ্কের ঋণও রয়েছে। হলফনামায় তার ঋণের পরিমাণ দেখানো হয়েছে প্রায় চার কোটি ৯৩ লাখ ৫৭৬ টাকা। আইনি তথ্যের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে বর্তমানে মোট ২৭টি মামলা রয়েছে, যার অধিকাংশই বর্তমানে নিষ্পত্তির পর্যায়ে রয়েছে।
রূপগঞ্জের এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)